প্লট বরাদ্দের নিয়মাবলী :

সম্মানিত গ্রাহককে কোম্পানী নির্ধারিত বুকিং ফরম পূরণ করে আবেদন করতে হবে।
আবেদনকারী ও নমিনীর ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্র/পাসপোর্ট/জন্মনিবন্ধন এর ফটোকপি জমা দিতে হবে।
প্লট খালি থাকা সাপেক্ষে গ্রাহক তার পছন্দমত নির্দিষ্ট সময়ের জন্য প্লট বুকিং দিতে পারবেন।
সকল প্রকার পেমেন্ট নিমতলা ওয়েস্টার্ন সিটি হাউজিং লিঃ এর অনুক‚লে নগদ/ চেক / ব্যাংক ড্রাফট / পে-অর্ডার/ ই এফটি ফান্ড ট্রান্সফারের মাধ্যমে পরিশোধ করে কোম্পানি কর্তৃক ইস্যুকৃত মানি রিসিট গ্রহন ও সংরক্ষণ করতে হবে।
বৈদেশিক মুদ্রা অর্জনকারী প্রবাসী ক্রেতাগন সমপরিমান টাকা বৈদেশিক মুদ্রায় টিটি /ব্যাংক ড্রাফট/ ই এফটির মাধ্যমে জমা করতে পারবে। কোম্পানীর ব্যাংক একাউন্টে টাকা জমা হওয়ার পর মানি রিসিট ইস্যু এবং প্রেরণ করা হবে।
প্রকল্পের পানির পাম্প, বিদ্যুৎ মেইন লাইন সংযোগ, পয়ঃনিস্কাশন লাইন কোম্পানীর উদ্যোগে সংশ্লিষ্ট সংস্থা সমূহের সহযোগীতায় স্থাপন করা হবে। এতদ সংক্রান্ত খরচাদি (ইউটিলিটি চার্জ) গ্রাহকগন বহন করবেন।
বরাদ্দকৃত আবাসিক প্লট আবাসিক কাজে ব্যবহার করতে হবে এবং প্লটের সকল প্রকার উন্নয়ন কর্মকান্ডে সরকারেরও কোম্পানী নীতিমালা অনুসরণ করতে হবে।
কোম্পানীর মূল্য তালিকা অনুযায়ী প্লটের মূল্য নির্ধারিত। উল্লেখ্য যে, কোম্পানী যে কোনসময় মূল্য তালিকা পরিবর্তনের অধিকার সংরক্ষণ করে। তবে কোন প্লট বুকিং/ডাউন পেমেন্ট জমা হবার পর এই প্লটের মূল্য পরিবর্তনযোগ্য হবে না। জাতীয় গৃহায়নকর্তৃপক্ষ বা প্রকল্পের স্বার্থে লে-আউট প্লানের কোন পরিবর্তন বা পরিবর্ধন হলে তা প্রকল্পের বৃহত্তর স্বাথের্ বিবেচনা করতে হবে। প্রাকৃতিক বা সরকারী নীতিমালার কারণে প্লট হস্তান্তর বিলম্ব হলে পারস্পরিক আলোচনার মাধ্যমে হস্তান্তরের সময় নির্ধারিত হবে।
নিমতলা ওয়েস্টার্ন সিটি হাউজিং লিঃ প্রকল্পে ক্রেতার সুবিধার্থে কিস্তি এবং এককালীন মূল্য পরিশোধে জমি ক্রয়ের সুযোগ রয়েছে।
নির্ধারিত ডাউন পেমেন্ট পরিশোধের পরই চুক্তিপত্র প্রদান করা হবে।
আবাসিক প্লটের ক্ষেত্রে প্লটের জমির মূল্যের কমপক্ষে ৩০% ডাউন পেমেন্ট হিসেবে পরিশোধ করতে হবে। অবশিষ্ট টাকা সর্বোচ্চ ৬০/১২০ কিন্তিতে পরিশোধ করা যাবে।
...
...